জবিতে ক্রিকেট অনুরাগীদের বিক্ষোভ
দ্য রিপোর্ট প্রতিবেদক : আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের টেস্ট মর্যাদা ক্ষুণ্ন করার চক্রান্তের প্রতিবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) বিক্ষোভ সমাবেশ করেছে ক্রিকেট অনুরাগী শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ।
বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বৃহস্পতিবার দুপুর ৩টার দিকে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা দাবি করেন- ক্রিকেট বিশ্বকে নিজেদের কুক্ষিগত করতেই ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড চক্রান্ত শুরু করেছে। ক্রিকেট বিশ্বে বাংলাদেশের অবস্থান হুমকিতে ফেলতে পারে- এমন ষড়যন্ত্র প্রতিহত করতে ক্রিকেট মোড়লদের এ ধরনের চক্রান্তের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে অনুরোধ জানান তারা।
সমাবেশে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও ছাত্র ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম সজীব।
(দ্য রিপোর্ট/এলআরএস/এমএইচও/এপি/শাহ/জানুয়ারি ২৪, ২০১৩)