গাজীপুর সংবাদদাতা : সারাদেশ থেকে বিশ্ব ইজতেমায় আগত মুসল্লিদের বহনকারী বাসের চাপে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উত্তরার জসিমউদ্দিন মোড় থেকে গাজীপুরের মালেকের বাড়ি পর্যন্ত দীর্ঘ ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সন্ধ্যার পর উত্তরা থেকে টঙ্গীর চেরাগআলী পর্যন্ত যানজট ছিল। রাত বাড়ার সঙ্গে সঙ্গে সারাদেশ থেকে মুসল্লি বহনকারী যানবাহন এবং ট্রেনের যাত্রীদের ভিড় বাড়তে থাকে। পাশাপাশি অন্যান্য দিনে চলাচলকারী পণ্যবাহী ট্রাক-কাভার্ডভ্যানের সারি যোগ হয়ে যানজটও বাড়তে থাকে। ফলে টঙ্গীর ইজতেমাগামী মুসল্লিরা পড়েছেন চরম ভোগান্তিতে।

(দ্য রিপোর্ট/এমএফ/এএস/শাহ/জানুয়ারি ২৪, ২০১৪)