জামালপুর সংবাদদাতা : জামালপুরে ট্রেনের ধাক্কায় পিকআপভ্যানের দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন একজন। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে।

নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার জামতলি এলাকার চরবাকুরা গ্রামের মুসলিম উদ্দিনের ছেলে দুলাল মিয়া (৩৫) ও একই গ্রামের বাদশা মিয়ার ছেলে সামস উদ্দিন (৪০)। আহত ব্যক্তি হলেন ওই এলাকার আবদুল করিমের ছেলে পলাশ (৩০)।

এলাকাবাসী দ্য রিপোর্টকে জানান, সকালে জামালপুর সদর উপজেলার দিগপাইত থেকে একটি পিকআপভ্যান (ঢাকা-মেট্রো-ন-১৬-৬৯৭৭) নান্দিনাবাজারে সবজি কেনার জন্য আসছিল। পথে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের বানার মুকুল বাজারের রেলগেট পার হওয়ার সময় ঢাকাগামী কমিউটার ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে যায়।

সংবাদ পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দুর্ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

গুরুতর আহত পলাশকে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতাল ও পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মজিবুর রহমান ও নান্দিনা রেলস্টেশন মাস্টার আলী মর্তুজা দ্য রিপোর্টের কাছে দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এসআর/এএস/শাহ/এইচএসএম/জানুয়ারি ২৪, ২০১৪)