দ্য রিপোর্ট ডেস্ক : ইউক্রেনের ক্ষমতাসীন প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচ ও সরকারবিরোধী এক নেতার সংলাপের মধ্য দিয়ে দেশটির চলমান রাজনৈতিক সঙ্কট সমাধানের বিষয়ে সংশয় প্রকাশ করেছে দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা।

সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির রাজধানী কিয়েভের স্বাধীনতা চত্বরে বিক্ষোভ অব্যাহত রেখেছে। সংলাপের মধ্য দিয়ে রক্তপাতের অবসান হবে- এক বিরোধী নেতার এমন বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে পড়ে। তারা রাস্তায় আগুন জ্বালিয়ে ব্যারিকেড তৈরি করে।

আরেক বিরোধী নেতা জানান, সরকার সংলাপে কোনো ধরনের ছাড় দিতে রাজি হয়নি। এতে দেশটিতে আরও রক্তপাতের আশঙ্কা করা হচ্ছে।

প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় বসা মি. ক্লিটসকো নামের ওই বিরোধী নেতা বিক্ষোভকারীদের উদ্দেশে বলেন, ‘যে ব্যক্তি ইতোমধ্যেই আপনাদের প্রতারণা করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন তার সঙ্গে আলোচনায় বসে কোনো লাভ নেই।’


তিনি আরও বলেন, ‘আমি মনে প্রাণে কামনা করি আর কোনো রক্তপাত যেন না হয়। লোকজনকে বিনাবিচারে হত্যা না করা হয়। আমি হয়ত বেঁচে যাব কিন্তু আমার ভয় হচ্ছে যে, আরও অনেক লোককেই হয়ত হত্যা করা হতে পারে।’

ক্লিটসকো আরও জানান, ‘পরিস্থিতি এখনও অনেক উত্তেজনাপূর্ণ। সংলাপ বিক্ষোভকারীদের জন্য আশাব্যঞ্জক কোনো ফলই বয়ে নিয়ে আসতে পারেনি।’

উল্লেখ্য, গত বছরের নভেম্বরে প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে এক চুক্তি করতে রাজি না হলে ইউক্রেনের চলমান রাজনৈতিক সঙ্কটের শুরু হয়। (সূত্র : বিবিসি)

(দ্য রিপোর্ট/এমএ/এমডি/শাহ/জানুয়ারি ২৪, ২০১৪)