মানিকগঞ্জ সংবাদদাতা : ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে চার ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর শুক্রবার সকালে আবার চালু হয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় পারের অপেক্ষায় উভয় পাড়ে বাস, ট্রাকসহ বিভিন্ন ধরনের প্রায় ১২০০ যানবাহন আটকা পড়েছে।

পাটুরিয়া ঘাটে রয়েছে প্রায় ৪০০ ট্রাক ও ৭০টি বাসসহ বিভিন্ন ধরনের ছয় শতাধিক যানবাহন। এতে যাত্রী ও যানবাহন শ্রমিকরা দুর্ভোগ পোহাচ্ছেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, শুক্রবার ভোর ৬টার দিকে কুয়াশার তীব্রতা বেড়ে এ নৌরুট আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় পাটুরিয়া ঘাট থেকে যানবাহন বোঝাই করে রো রো (বড়) ফেরি ভাষা শহীদ বরকত ও শাহ পরান দৌলতদিয়া ঘাটের উদ্দেশে ছেড়ে গিয়ে কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌরুটে অন্য ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পাটুরিয়া ঘাটে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, এনায়েতপুরী, শাহ আলী ও কে-টাইপ ফেরি (ছোট) কপোতী এবং দৌলতদিয়া ঘাটে রো রো ফেরি খান জাহান আলী, শাহ জালাল, আমানত শাহ এবং কে-টাইপ ফেরি কুমারী, কাবেরী যানবাহন বোঝাই করে পন্টুনের সঙ্গে বেঁধে রাখা হয়।

কুয়াশার তীব্রতা কমে এলে সকাল ১০টার দিকে পুনরায় ফেরি চালু করা হয়। এরপর থেকে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া বাস ও ছোট যানবাহন আগে ফেরিতে পার করা হচ্ছে।

(দ্য রিপোর্ট/এএস/এএস/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)