মিসরে দুই দফা বিস্ফোরণ, নিহত ৪
দ্য রিপোর্ট ডেস্ক : মিসরের রাজধানী কায়রোতে পুলিশ সদর দফতর লক্ষ্য করে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত চারজন নিহত হয়েছেন। এ বিস্ফোরণে আহত হয়েছেন অন্তত ৫১ জন।
শুক্রবার পুলিশ সদর দফতরের পাশে এ সব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
নিরাপত্তারক্ষী বাহিনীর তিনটি সূত্র জানিয়েছে, বিস্ফোরণে ইসলামী জাদুঘর ও ন্যাশনাল আর্কাইভ ভবনসহ আশপাশের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে।
এ দিকে বিস্ফোরণের কিছুক্ষণ পরই সেখানে গুলিবিনিময়ের শব্দ শোনা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
ঘটনাস্থলে তাৎক্ষণিকভাবে ৩০টিরও বেশি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।
প্রথম বিস্ফোরণের কিছুক্ষণ পর রাজধানীর দোকি এলাকায় দ্বিতীয় দফা বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
এ দিকে মুসলিম ব্রাদারহুড শুক্রবারের জুম্মার নামাজের পর দেশব্যাপী ব্যাপক বিক্ষোভের প্রস্তুতি নিয়েছে।
গত বছরের জুলাইতে মিসরের প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ক্ষমতাচ্যুতির পর থেকে দেশটিতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটছে।
বৃহস্পতিবারও দেশটির বেনি সুয়েফ প্রদেশের একটি বন্দুকধারীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও অপর দুইজন আহত হয়েছেন। (সূত্র: বিবিসি)
(দ্য রিপোর্ট/কেএন/এমডি/সা/জানুয়ারি ২৪, ২০১৪)