উজিরপুরে ক্লাবে আগুন
বরিশাল সংবাদদাতা : বরিশালের উজিরপুর উপজেলার হিন্দু অধ্যুষিত মালিপাড়া গ্রামে একটি ক্লাবে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। পুলিশ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জানান, তাদের এলাকার ফুলে রমালা সমাজ কল্যাণ সংঘে বৃহস্পতিবার রাত ২টার দিকে আগুন দেয়। তবে বড় ধরনের ক্ষতির আগেই আগুন নিভে যায়। এতে করে ক্লাবের অবকাঠামোর কিছু অংশ পুড়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উজিরপুর থানা পুলিশের এসআই আলী আহমেদ বলেছেন, ক্লাবের সামনে পাতায় আগুন লাগানো হয়েছে। তেমন কোনো ক্ষতি হয়নি। তবে একটা আতঙ্ক সৃষ্টির জন্য এমনটি হতে পারে বলে তিনি মনে করছেন।
(দ্য রিপোর্ট/এএস/এএস/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)