বরিশাল সংবাদদাতা : বরিশালের কীর্তনখোলা নদীতে পৃথক দুটি অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা উদ্ধার করেছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। শুক্রবার সকাল ৯টায় এ জাটকা উদ্ধার করা হলেও কাউকে আটক করতে পারেনি।

সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, নগরীর পোর্টরোডে একটি ট্রলার থেকে অভিযান চালিয়ে ৩০ মণ জাটকা উদ্ধার করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।

অপরদিকে, জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দত্ত বলেন, কোস্টগার্ড ও মৎস্য বিভাগ যৌথ অভিযান চালিয়ে সকাল ১০টায় ভোলা থেকে আসা এমএল সোহাগী লঞ্চ থেকে ৮ মণ জাটকা উদ্ধার করা হয়।

উদ্ধার করা জাটকা নগরীর বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হচ্ছে বলে জানান বিমল দত্ত।

(দ্য রিপোর্ট/বিএস/এফএস/এএস/এএল/জানুয়ারি ২৪, ২০১৪)