‘আওয়ামী লীগ প্রাণহীন দল’
দ্য রিপোর্ট প্রতিবেদক : আওয়ামী লীগকে প্রাণহীন রাজনৈতিক দল মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘আওয়ামী লীগ বিদেশিদের ছায়ায় গড়ে ওঠা দল। তাদের ভিত্তি দুর্বল। যে কোনো সময় রানা প্লাজার মত ধসে পড়বে।’
জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে মুক্তি সংগ্রাম পরিষদের ‘বন্ধ মিডিয়া চালু-মাহমুদুর রহমানের মুক্তি-সংকটে গণতন্ত্র’ শীর্ষক
আলোচনা সভায় তিনি এ সব কথা বলেন।
তিনি নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, ‘আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছেন। ৫ জানুয়ারির নির্বাচনে তারা ৬ ভাগ ভোটও পায় নি। যদি তারা সংখ্যালঘুদের ভোটও নিতে পারত তাহলে ১৩ ভাগ ভোট পেত। এটাকে তারা তাদের লজ্জা নিবারণের রুমাল হিসেবে ব্যবহার করতে পারত। কিন্তু তারা এখানেও ব্যর্থ হয়েছে।’
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘৪৮টি ভোটকেন্দ্রের কোথাও ভোটারদের দেখা যায় নি। এমনকি আওয়ামী লীগের নেতারাও ভোট দিতে যাননি। ভোটারদের পরিবর্তে সেখানে কুকুর ঘুরে বেড়িয়েছে।’
তিনি আরও বলেন, ‘আওয়ামী লীগ একটি রাজনৈতিক দলের কোনো প্রকার আর্দশ রক্ষা করতে পারে নি। তাহলে তারা কীভাবে একটি দেশের আদর্শ হবে।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন।
(দ্য রিপোর্ট/এমএম/এইচএসএম/এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)