লাখো মুসল্লির জুমার নামাজ আদায়
গাজীপুর সংবাদদাতা : ইজতেমা ময়দানে অনুষ্ঠিত জুমার নামাজে লাখো মুসল্লি অংশগ্রহণ করেন। মুসল্লিদের উপস্থিতি এতই বেশি ছিল যে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গীর বাটা ফ্যাক্টরি গেট থেকে মিলগেট পর্যন্ত এক কিলোমিটার সড়কে বেলা ১২টায় যানচলাচল বন্ধ হয়ে যায়। টঙ্গী ছাড়িয়ে ঢাকার উত্তরাসহ আশপাশের অলিগলিতেও মুসল্লিদের জুমার নামাজ আদায় করতে দেখা গেছে।
অনুকূল আবহাওয়া থাকলে রবিবার আখেরি মোনাজাতে মুসল্লি উপস্থিতি সর্বকালের রেকর্ড ছাড়িয়ে যাবে বলে আভাস দিয়েছেন ঢাকার পল্লবী থেকে আগত নেওয়াজউদ্দিন জাহাঙ্গীর ও গাজীপুরের কাপাসিয়া থেকে আসা বয়োবৃদ্ধ ইদ্রিস আলী।
সফিপুরের ইঞ্জিনিয়ার আহসানউল্লাহ বলেন, বড় জামাতে নামাজ আদায়ে সওয়াব বেশি- এ রকম ধারণা থেকে তিনি এতদূর থেকে ইজতেমা ময়দানে এসেছেন।
জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের খতীব মাওলানা যুবায়ের।
ভোর থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মুসল্লিরা ইজতেমা ময়দানে আসেন। নামাজ শেষে দুই-তিন কিলোমিটার পথ হেঁটে বাড়ি ফিরতে দেখা গেছে মুসল্লিদের। তবে মূল প্যান্ডেলের বাইরে মাইকের শব্দ না পৌঁছায় নামাজ আদায়ে সমস্যা হয়েছে বলে জানান উত্তরার ব্যবসায়ী বাবু।
(দ্য রিপোর্ট/এমএফ/এএস/সা/জানুয়ারি ২৪, ২০১৪)