চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় পৃথক চারটি স্থানে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই শিশুসহ চারজন। শুক্রবার সকাল ও দুপুরে এ সব দুর্ঘটনা ঘটে।

জেলার জীবননগর উপজেলার আন্দুলবাড়িয়ায় বেলা ২টায় পাওয়ারট্রলি উল্টে ঘটনাস্থলেই নিহত হয়েছেন এর চালক সজল আহমেদ ।

আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে সকাল সাড়ে ১১টার দিকে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আসান মল্লিক নামে এক কৃষক। বাইসাইকেলে বাড়ি ফেরার সময় পেছন থেকে চুয়াডাঙ্গাগামী বাসের ধাক্কায় তিনি আহত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকেও ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাসটি আটক হলেও এর চালক পালিয়ে গেছে।

আলমডাঙ্গা উপজেলার মুন্সীগঞ্জে সকাল সাড়ে ১১টার দিকে বাসের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন আসান মল্লিক নামে এক কৃষক। বাইসাইকেলে বাড়ি ফেরার সময় পেছন থেকে চুয়াডাঙ্গাগামী বাসের ধাক্কায় তিনি আহত হলে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকেও ঢাকা মেডিকেল কলেজে ভর্তির জন্য পাঠানো হয়েছে।

আলমডাঙ্গা উপজেলার আসমানখালীতে একই সময়ে পাওয়ারট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক রবিউল ইসলাম। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. সউদ কবীর দ্য রিপোর্টকে জানান, রবিউলের অবস্থা আশঙ্কাজনক।

(দ্য রিপোর্ট/আরআর/এএস/সা/জানুয়ারি ২৪, ২০১৪)