চট্টগ্রামে শিবির ক্যাডার গিয়াস গ্রেফতার
চট্টগ্রাম সংবাদদাতা : জামায়াত শিবিরের ক্যাডার গিয়াস উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। আব্দুল লতিফ হাটের বাসায় অভিযান চালিয়ে শুক্রবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ক্যাডার গিয়াস উদ্দিনের বিরুদ্ধে বাকলিয়া থানা এলাকায় বিভিন্ন সময় সহিংসতা, হত্যা ও নাশকতা সৃষ্টির অভিযোগে ৪টি মামলা রয়েছে।
এর আগে যুদ্ধাপরাধী কাদের মোল্লার রায়ের পর নগরীতে জামায়াত-শিবিরের তাণ্ডবে জড়িত থাকায় ১০ নভেম্বর ২০১২ তাকে গ্রেফতার করেছিল পাঁচলাইশ পুলিশ। পরে তিনি জামিনে বেড়িয়ে এসে ফের একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে বলে জানিয়েছে পুলিশ।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিন বলেন, ‘দুর্ধর্ষ এই শিবির ক্যাডারের বিরুদ্ধে জামায়াত-শিবিরের বিভিন্ন সময়ে করা সহিংসতা ও নাশকতায় অংশগ্রহণের অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে ইতোপূর্বে একই অভিযোগে থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা একটি মামলায়ে এখন তাকে গ্রেফতার করা হয়েছে। সে সহিংস্রতা, হত্যা, ককটেল বিস্ফোরণসহ জমায়াত-শিবিরের বিভিন্ন অপকর্মের নিয়ন্ত্রক।’
(দিরিপোর্ট২৪/আইজেকে/এমডি/নভেম্বর ১, ২০১৩)