চুয়াডাঙ্গায় ফেনসিডিলসহ আটক দুই

চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগর উপজেলায় অভিযান চালিয়ে ২০০ বোতল ফেনসিডিলসহ সামাদ আলী (৪৫) ও রবিউল (২৮) নামের দুই চোরাচালানিকে আটক করেছে র্যাব। চুয়াডাঙ্গা-৬ বিজিবির সদস্যরা শুক্রবার সকালে এ অভিযান চালান।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়ন পরিচালক লে. কর্নেল এসএম মনিরুজ্জামান জানান, তার নেতৃত্বে শুক্রবার সকাল ১০টায় জীবননগরের রাজাপুর ক্যাম্পের হাবিলদার আব্দুল করিমসহ একদল বিজিবি সদস্য গোপনে খবর পেয়ে হালদারপাড়া সীমান্তের ৭১/৯ সাব পিলারের কাছে একটি ভুট্টারক্ষেতে ওঁৎ পেতে ছিল। ভারত থেকে চার চোরাচালানি বাংলাদেশে ঢোকার সময় তাদের বিজিবি সদস্যরা ধাওয়া করেন। এ সময় সামাদ আলীকে ১১১ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
এ ছাড়া একই দিন ভোর ৫টার দিকে মুন্সীপুর ক্যাম্পের হাবিলদার ওহিদুল ইসলামসহ একদল বিজিবি সদস্য গোপনে খবর পেয়ে দামুড়হুদা উপজেলার নাপিতখালী গ্রামের লাল্টুর বাড়িতে অভিযান চালিয়ে একই গ্রামের আবু বকরের ছেলে রবিউলকে ৮০ বোতল ফেনসিডিলসহ আটক করেন। এ সময় লাল্টু পালিয়ে যায়।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় দুটি মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এএস/এএস/সা/জানুয়ারি ২৪, ২০১৪)