দ্য রিপোর্ট প্রতিবেদক : আসন্ন ১০২টি উপজেলা নির্বাচনে আপিল কর্তৃপক্ষ নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র বাতিল ও গ্র্রহণের বিরুদ্ধে দায়ের করা আপিল মীমাংসার জন্য এ আপিল কর্তৃপক্ষ নিয়োগ দেয় ইসি।

১০২টি উপজেলার জন্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ দেওয়া হয়।

উপজেলাগুলো হল- পঞ্চগড় জেলায় ৪টি, দিনাজপুরে ২টি, নীলফামারীতে ৩টি, রংপুরে ৩টি, কুড়িগ্রামে ৩টি, গাইবান্ধাতে ২টি, বগুড়ার ৬টি, চাঁপাইনবাবগঞ্জে ১টি, নওগাঁয় ২টি, রাজশাহীতে ১টি, নাটোরে ১টি, সিরাজগঞ্জে ৪টি, পাবনায় ৩টি, মেহেরপুরে ১টি, কুষ্টিয়ায় ২টি, ঝিনাইদহে ৪টি, যশোরে ১টি, মাগুরায় ২টি, নড়াইলে ১টি, খুলনায় ২টি, সাতক্ষীরায় ১টি, ভোলায় ১টি, বরিশালে ২টি, জামালপুরে ২টি, নেত্রকোণায় ২টি, কিশোরগঞ্জে ৩টি, মানিকগঞ্জে ৪টি, ঢাকায় ২টি, গাজীপুরে ১টি, নরসিংদীতে ২টি, রাজবাড়ীতে ৩টি, গোপালগঞ্জে ২টি, মাদারীপুরে ১টি, শরীয়তপুরে ৪টি, সুনামগঞ্জে ৩টি, সিলেটে ৬টি, মৌলভীবাজারে ১টি, হবিগঞ্জে ২টি, চট্টগ্রামে ২টি ও খাগড়াছড়িতে ৬টি।

(দ্য রিপোর্ট/এমএস/এসকে/সা/জানুয়ারি ২৪, ২০১৪)