দ্য রিপোর্ট ডেস্ক : ভারতের তামিলনাড়ুর রাজনৈতিক দল ডিএমকে থেকে ছেলে এমকে আলাগিরিকে বহিষ্কার করেছেন দলের প্রধান এ করুণানিধি।

ডিএমকের পক্ষ থেকে বলা হয়েছে, শৃঙ্খলাভঙ্গের অভিযোগে আলাগিরিকে দলের সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

দলের নেতৃত্ব নিয়ে ভাই এমকে স্ট্যালিনের সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্কের টানাপোড়েন চলছিল আলাগিরির। ২০১০ সালে আলাগিরি ঘোষণা দেন, বাবা করুণানিধি দলের প্রেসিডেন্ট পদ থেকে সরে গেলে তিনিই প্রেসিডেন্ট হবেন। এ নিয়ে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে আলাগিরির বিবাদ হয়। পরে করুণানিধি অবসরের পরিকল্পনা বাদ দিলে সে দফা সংকটের হাত থেকে রক্ষা ডিএমকে। সূত্র: এনডিটিভি।

(দ্য রিপোর্ট/কেএন/জেএম/এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)