‘প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন তরঙ্গহীন নৌকার মতো’
নোয়াখালী প্রতিনিধি : বিএনপির নির্বাচন বর্জন প্রসঙ্গে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন তরঙ্গবিহীন নৌকার মতো। আমরা এমনটি আশা করিনি।’
কোম্পানীগঞ্জ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ আয়োজিত রূপালী চত্বরে শুক্রবার অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন তিনি।
এর আগে উপজেলার বসুরহাটে জামায়াত-শিবিরের হামলায় ক্ষতিগ্রস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেন যোগাযোগমন্ত্রী।
ওবায়দুল কাদের বলেন, আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। তবে আমাদের ওপর আক্রমণ করা হলে আমরা তা প্রতিহত করব।
তিনি বলেন, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব যারা জানমালের ক্ষতি করেছে তাদের দ্রুত বিচারের আওতায় আনা হোক।
আওয়ামী লীগের এই নেতা বলেন, একজন মন্ত্রী যদি দুর্নীতি না করে তাহলে তার মন্ত্রণালয়ে ৫০ ভাগ দুর্নীতি কমে যায়।
তিনি বলেন, আমরা দরিদ্রতা, দুর্নীতি ও জঙ্গীবাদ এই তিন শত্রুর সঙ্গে লড়াই করতে চাই।
কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন, নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন প্রমুখ।
(দ্য রিপোর্ট/এএম/এসবি/এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)