সোনালি কাবিনের ৪০ বছর পূর্তি উদযাপন
দ্য রিপোর্ট প্রতিবেদক : ‘বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি আল মাহমুদ। ‘সোনালি কাবিন’ আবহমান বাংলার জীবনযাত্রার প্রামাণ্য দলিল। নাগরিক জীবনের যুগপৎ অনুপ্রবেশ এ কাব্যের মহিমাকে সমুজ্জ্বল করেছে। গ্রামীণ জনমানুষের মুখ নিশ্রিত কথা আল মাহমুদের নিপুণ স্পর্শে পেয়েছে প্রাণ ও আধুনিকতার ছোঁয়া।’
শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে শুক্রবার বিকেলে এক আলোচনা সভায় বক্তারা এ সব কথা বলেন। ‘সোনালি কাবিন’-এর ৪০ বছর পূর্তিতে এ আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ নজরুল আবৃত্তি পরিষদ।
সংগঠনের সভাপতি নাসিম আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি শায়লা আহমেদ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সোনালি কাবিনের কবি আল মাহমুদ, ড. মাহমুদ শাহ কোরেশী, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, অধ্যাপক সায়ীদ আবু বকর, কবি আসাদ চৌধুরী, কবি অসীম সাহা, মিডিয়া ব্যক্তিত্ব ও শিশু সাহিত্যিক আলী ইমাম।
আলোচনা শেষে সংগঠনের কর্মী ও অতিথি আবৃত্তিশিল্পীরা সোনালি কাবিন কাব্য গ্রন্থের ৪৪টি কবিতা পরপর আবৃত্তি করেন।
প্রসঙ্গত : বাংলা সাহিত্যের অনন্য এ গ্রন্থটি প্রকাশিত হয় ১৯৭৩ সালে।
(দ্য রিপোর্ট/এমএ/কেএম/এসবি/এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)