গাজীপুর সংবাদদাতা : বিশ্ব ইজতেমা মাঠে পকেটমারের উপদ্রব বেড়ে যাওয়ায় মুসল্লিরা বেকায়দায় পড়েছেন। ইজতেমা প্যান্ডেলের বাইরে দোকানপাট ও হাটবাজারে যাওয়া মুসল্লিদের পেছনে থেকে সংঘবদ্ধ পকেটমার টাকা, মোবাইল ফোনসহ মূল্যবান সামগ্রী কৌশলে নিয়ে যাচ্ছে।

বিদেশি মুসল্লিদের তাবুতে উঠেছেন অস্ট্রেলিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাশেদ মোল্লা। তিনি বৃহস্পতিবার রাতে টঙ্গী স্টেশন রোডের একটি মার্কেটে যান ওষুধ, টয়লেট পেপারসহ জরুরি কিছু কেনাকাটার জন্য।

পকেটমারের দল তার পকেট থেকে নোকিয়া মোবাইল সেটটি নিয়ে যায়। অ্যান্ড্রয়েড মেবাইল ফোন হারিয়ে তিনি তার বিশ্ববিদ্যালয় এবং পরিবার থেকে কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছেন।

টঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, পকেটমারদের ব্যাপারে কোনো লিখিত অভিযোগ পাননি তিনি।

(দ্য রিপোর্ট/এমএফ/এনডিএস/জানুয়ারি ২৪, ২০১৪)