নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর বেলাবতে শুক্রবার সকালে পরেশ চন্দ্র সূত্রধরের (৩০) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার দুকুন্দী গ্রামে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করা হয়।

তিনি রায়পুরা উপজেলার উত্তর বাখন নগর গ্রামের সৈলেন চন্দ্র সূত্রধরের ছেলে।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরেশ দীর্ঘদিন সিঙ্গাপুর থাকার পর ছয় মাস আগে বাড়ি ফেরেন। তিনি কোনও কারণে আত্মহত্যা করেছেন।

এটি হত্যাকাণ্ড নয়, আত্মহত্যা বলে দাবি করেন ওসি বদরুল আলম।

কিন্তু নিহতের পরিবার পুলিশের এ দাবি নাকচ করে দ্য রিপোর্টকে জানান, পরেশ আত্মহত্যা করতে পারে না।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় দুটি অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটলেও পুলিশ এ বিষয়ে কার্যকর কোনও ব্যবস্থা গ্রহণ করেনি বলে অভিযোগ উঠেছে।

(দ্য রিপোর্ট/এমটিএম/এমএইচও/এমএআর/জানুয়ারি ২৪, ২০১৪)