অগ্নিদগ্ধ আঁখির মৃত্যু
গোপালগঞ্জ সবাদদাতা : অগ্নিদগ্ধ হয়ে ৮ দিন মৃত্যুর সঙ্গে লড়ে মারা গেল স্কুলছাত্রী আঁখি চোধুরী। বৃহস্পতিবার রাতে ঢাকা মেডিকেলের কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
আঁখি গোপালগঞ্জের মাখন লাল চৌধুরীর মেয়ে।
এই ঘটনায় পুলিশ দুই যুবককে আটক করেছে। আটকেরা হলো- শহরতলীর চরমানিকদাহ গ্রামের জয়দেব রায়ের ছেলে উজ্জল রায় (২২) ও নিজড়া আন্ধারকোঠা গ্রামের কাশিনাথ বিশ্বাসের ছেলে তপন বিশ্বাস (২১) ।
আঁখির বাবা জানান, বেশ কিছু দিন ধরে উজ্জ্বল আঁখিকে প্রেমের প্রস্তার দিয়ে আসছিল। কিন্তু আঁখি এ প্রস্তাব প্রত্যাখান করে। এতে সে ক্ষিপ্ত হয়ে তপনকে নিয়ে ২৪ অক্টোবর বিকেলে আঁখির শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। আঁখির চিৎকারে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ৮ দিন ধরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে অবশেষে হার মানল আঁখি।
আঁখির বাবা তার মেয়ের হত্যাকারীদের ফাঁসি দাবি করেন।
(দিরিপোর্ট২৪/আইজেকে/এমডি/নভেম্বর ১, ২০১৩)