রূপগঞ্জে গৃহবধূর মৃত্যু, আটক ১

নারায়ণগঞ্জ সংবাদদাতা : জেলার রূপগঞ্জে গোলে আক্তার (২৮) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। উপজেলার কাঞ্চন পৌরসভার হাটাব টেকপাড়া এলাকায় শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের পরিবারের অভিযোগে মৃতার স্বামী মোস্তফা মিয়াকে আটক করেছে পুলিশ।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ফরিদ আহাম্মেদ দ্য রিপোর্টকে জানান, দুপুর ১টার দিকে স্থানীয়রা এক গৃহবধূর মৃত্যু হয়েছে বলে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
তিনি আরও জানান, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টেরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদনের পর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে আঘাতের কোনো চিহ্ন না থাকলেও মৃতার পিতার অভিযোগে তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহতের পিতা নূরুল ইসলাম অভিযোগ করে দ্য রিপোর্টকে জানান, তাদের বাড়ি পার্শ্ববর্তী টেংরারটেক এলাকায়। নয় বছর পূর্বে তার মেয়ে গোলে আক্তারের হাটাব টেকপাড়া এলাকার ফালান মিয়ার ছেলে মোস্তফা মিয়ার সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর তাদের সংসারে দুই ছেলে হয়। গত দুই বছর ধরে যৌতুকের টাকার জন্য জামাই মোস্তফাসহ তার পরিবারের লোকজন গোলে আক্তারকে অত্যাচার করে আসছিল।
দাবি করা যৌতুকের টাকা না পেয়ে শুক্রবার দুপুরে মোস্তফাসহ শ্বশুর বাড়ির লোকজন তার মেয়েকে শ্বাসরোধে হত্যা করেছে বলে দাবি করেন তিনি।
(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/এসকে/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)