শার্শায় এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার

বেনাপোল (যশোর) সংবাদদাতা : শার্শার পাঁচভুলোট গ্রামে একটি পুকুর থেকে মিনা খাতুন (২৮) নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
মিনাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরা পানিতে ডুবিয়ে হত্যা করেছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার।
বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান শিকদার দ্য রিপোর্টকে জানান, শুক্রবার সকালে পাঁচভুলোট গ্রামের খোরশেদ আলমের বাড়ির পুকুরের পাশে মিনার মৃতদেহ উদ্ধার করা হয়।
মৃতদেহের সুরতহাল রিপোর্ট অনুযায়ী দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার মৃতদেহ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এসআই মতিয়ার রহমান জানান, এ ঘটনায় শার্শা থানায় গৃহবধূ মিনার বাবা বাদী হয়ে একটি মামলা করেছে। ঘটনার পর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে বলে জানান তিনি।
নিহতের বাবা একই গ্রামের আব্দুর রহিম দ্য রিপোর্টকে জানান, মিনাকে তার স্বামী খোরশেদ আলম ও শ্বশুর বাড়ির লোকজন পরিকল্পিতভাবে হত্যা করে পুকুর ধারে ফেলে রাখে।
(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এসবি/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)