নারায়ণগঞ্জে ঘুষি মেরে ৩ মাসের শিশুকে হত্যা
নারায়ণগঞ্জ সংবাদদাতা : জেলার সদর উপজেলার সৈয়দপুর আলামিন নগর এলাকায় হাবিব নামের তিন মাসের এক শিশুকে কিল ঘুষি মেরে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
সদর মডেল থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান মিজান দ্য রিপোর্টকে জানান, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনার পর ওই শিশুর মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া্ পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। এ ঘটনায় লক্ষ্মী রানী নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে আলামিন নগর এলাকায় তুচ্ছ ঘটনার জের ধরে হাফেজ মিয়ার বাড়িতে শরীফুল মিয়ার সঙ্গে লক্ষ্মী রানীর বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে শরীফুলের তিন মাসের ছেলে হাবিবকে কিল ঘুষি মারে লক্ষ্মী। এতে হাবিবের মৃত্যু হয়।
(দ্য রিপোর্ট/এমএম/এমএইচও/এসবি/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)