হরিণাকুণ্ডুতে দুর্ঘটনায় কৃষক নিহত
ঝিনাইদহ সংবাদদাতা : জেলার হরিণাকুণ্ডু উপজেলার কুল্লাগাছা ভাতুড়িয়া গ্রামে শুক্রবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মোফাজ্জেল হোসেন (৫৫) নামের এক কৃষক নিহত হয়েছেন। তিনি কুল্লাগাছা গ্রামের ভোলা উদ্দিন মণ্ডলের ছেলে।
হরিণাকুণ্ডু থানার উপ-পরিদর্শক নিপুন বোস দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কৃষক মোফাজ্জেল হোসেন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জৈবসার ট্রলিতে বোঝাই করে কুল্লাগাছা ভাতুড়িয়া গ্রামের মাঠের জমিতে নিয়ে যাচ্ছিলেন। পথিমধ্যে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
(দ্য রিপোর্ট/আরএইচ/এমএইচও/এসবি/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)