দ্য রিপোর্ট প্রতিবেদক : ব্যক্তিগত ও পারিবারিক সমস্যায় জর্জরিত অভিনেত্রী জেনি। বাবার আরেক বিয়ে, জেলে যাওয়া প্রেমিক নিয়ে বেশ বিপদে আছেন তিনি। এ সব ঝামেলা সৃষ্টি হয়েছে অম্লান বিশ্বাসের ‘অনন্যা’ধারাবাহিকে।

ডিসেম্বর থেকে শুটিং শুরু হওয়া ‘অনন্যা’নাটকটি নিয়ে পরিচালক অম্লান বিশ্বাস বলেন, ‘এ পর্যন্ত দু’টি লটে ২৬ পর্বের শুটিং শেষ করেছি। এখানে জেনি মূল চরিত্রে অভিনয় করছেন। ওর নামই অনন্যা। মূল গল্পে দেখা যাবে, আসাদ ভাই ও বেলী (আফরোজা বানু) আপার দুই মেয়ে জেনি ও আরারি। হুট করে তাদের বাবা ফারহানা মিঠুকে বিয়ে করে নিয়ে আসে। এদিকে জেনি ভালবাসে রাজনৈতিক নেতা শতাব্দীকে। এক মামলায় গ্রেফতার হয় শতাব্দী। জেনির ওপর বিয়ের চাপ আসে। বিয়েটা করতেই হয়। এরপর নাটকীয় মোড় আসতে থাকে নাটকটিতে। আসলে এই নাটকে একটি মেয়ের জীবনধারা তুলে ধরা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে কাজ করা হচ্ছে না। মার্চ থেকে আবারও শুটিং শুরু করব।’

জেনি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আফরোজা বানু, ফারহানা মিঠু, মনিরা মিঠু, শতাব্দী ওয়াদুদ, নাজনীন হাসান চুমকি, আরাবি রহমানসহ আরও অনেকে।

(দ্য রিপোর্ট/আইএফ/এনডিএস/জানুয়ারি ২৪, ২০১৪)