সাভার সংবাদদাতা : সাভারের রানা প্লাজার নয়তলা ভবন ধসের পর ভবনের পেছনে রাখা ধ্বংসস্তুপ থেকে এখনো বের হচ্ছে মানুষের হাড়।

স্থানীয় পথশিশুরা শুক্রবার বিকেলে লোহা কুড়াতে গিয়ে বেশ কিছু মানুষের হাড় খুঁজে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

শফিক, কাউছার ও বাছেদ নামের পথশিশুরা দ্য রিপোর্টকে জানায়, বিকেলে তারা ধ্বংসস্তুপে লোহা কুড়াতে যায়। এ সময় ধ্বংসস্তুপের ভেতরে বেশ কিছু মানুষের হাড় দেখতে পেয়ে তারা হাড়গুলো উদ্ধার করে।

এ বিষয়ে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল দ্য রিপোর্টকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাড়গুলো উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/এমএইচও/এসবি/জানুয়ারি ২৪, ২০১৪)