মহাখালীতে গুলি করে যুবক হত্যা
দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে দুর্বৃত্তের গুলিতে দুলাল সর্দার (৩২) নামে এক যুবক খুন হয়েছেন। মহাখালী টিঅ্যান্ডটি কলোনি গেটের সামনে শুক্রবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত দুলাল মহাখালীর কড়াইল বস্তিতে থাকতো। সে পানি ও বিদ্যুৎ সাপ্লায়ের কাজ করতো। তার বাবার নাম সুলতান সর্দার।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ক্যাম্প ইনচার্জ উপ-পরিদর্শক মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে দ্য রিপোর্টকে জানান, দুলালকে গুলিবিদ্ধ অবস্থায় জামাল ও সোহেল নামে দুই যুবক হাসপাতালে নিয়ে আসেন। দুলালের মাথার পেছনে গুলিবিদ্ধ ছিল। পরে রাত সাড়ে ৯টায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিজ্ঞাসাবাদের জন্য সঙ্গে থাকা জামাল ও সোহেলকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
জামাল ও সোহেল দ্য রিপোর্টকে জানান, তারা সবাই আড্ডা দিয়ে কলোনির উদ্দেশে গেটের সামনে গেলে হঠাৎ একটি শব্দ শোনেন। পরে দেখেন সঙ্গে থাকা দুলাল রাস্তায় শুয়ে পড়ে আছেন। তারা দেখেন দুলালের মাথার পেছনে গুলি লেগেছে। কিন্তু আশপাশে কাউকে দেখেননি। পরে গুলিবিদ্ধ অবস্থায় দুলালকে ঢামেকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
(দ্য রিপোর্ট/এসআর/এমএইচও/এনডিএস/জেএম/ এনআই/জানুয়ারি ২৪, ২০১৪)