বান্দরবান সংবাদদাতা : বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকায় জেএসএসকর্মী রেদাশে মারমাকে অপহরনের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। জনসংহতি সমিতির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা এ অভিযোগ করেন।

তারা জানান, ২১ জানুয়ারি গভীর রাতে তারাছা ইউনিয়নের বেতছড়া এলাকার বাসিন্দা রেদাশে মারমাকে দুই অজ্ঞাত ব্যক্তি নিজ বাসা থেকে ডেকে নিয়ে যায়। তারা তাকে অপহরন করে কোথায় নিয়ে গেছে সে ব্যাপারে এলাকাবাসী কিছুই জানে না।

জনসংহতি সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক ক্য বা মং মারমা জানান, অপহরনের বিষয়টি এলাকাবাসী জানলেও কিছুই করার ছিল না তাদের। তাকে হত্যার উদ্দেশে অপহরন করা হয়েছে বলে পাড়ার লোকজন স্বীকার করেছেন।

জেএসএস এর কেন্দ্রীয় সদস্য কে এস মং জানান, বিষয়টি পরিকল্পিত। গত নির্বাচনে জেএসএস এর পক্ষে কাজ করায় প্রতিপক্ষের লোকজন রেদাশে মারমাকে অপহরন করে হত্যা করেছে বলে তিনি দাবি করেন।

রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার জানান, অপহৃতকে হত্যা করা হয়েছে এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

তিনি আরও জানান, অপহৃতকে উদ্ধারে সর্বাত্মক চেষ্টা চলছে।

স্থানীয়দের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও অপহৃতকে উদ্ধারে কাজ করে যাচ্ছে বলে সেনা সূত্র জানায়।

(দ্য রিপোর্ট/এএস/এমএআর/জানুয়ারি ২৪, ২০১৪)