মনোহরদীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় অনুষ্ঠিত
নরসিংদী সংবাদদাতা : নরসিংদীর মনোহরদীতে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। অর্গানাইজেশন অব সোস্যাল সার্ভিস এর উদ্যোগে শুক্রবার বিকেলে উপজেলার বড়চাপায় এটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক ডা. জসিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক ভান্ডারি। এ ছাড়াও প্রতিযোগিতায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও জনপ্রতিনিধি ছাড়াও শত শত নারী-পুরুষ দৌড় প্রতিযোগিতা উপভোগ করেন।
প্রতিযোগিতার তিনটি গ্রুপে দেশের বিভিন্ন স্থান থেকে ৩৫টি ঘোড়া অংশ নেয়। দৌড়ের প্রথম দিকে এক অশ্বারোহী ঘোড়া থেকে ছিটকে পড়লে আরোহীসহ তিনজন আহত হন।
তিন ভাগে বিভক্ত এ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে বিজয়ী হয় টাংগাইলের সাহেব আলীর ঘোড়া, ‘খ’ গ্রুপে বিজয়ী হয় নরসিংদীর হাসেমের ঘোড়া ও ‘গ’ গ্রুপে বিজয়ী হয় নরসিংদীর মমিনের ঘোড়া।
এ ছাড়াও একক দৌড়ে বিজয়ী হয়ে ‘সাড় গরু’ উপহার পায় টাংগাইলের সাহেব আলীর ঘোড়া।
২০১০ সাল থেকে প্রতি বছর এই ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে আসছে।
(দ্য রিপোর্ট/এমপিএম/এমএআর/জানুয়ারি ২৪, ২০১৪)