এএপি’র ভিডিও’র পর ৩ পুলিশ বরখাস্ত
দ্য রিপোর্ট ডেস্ক : আম আদমি পার্টির (এএপি) প্রকাশিত ভিডিও’র পরিপ্রেক্ষিতে তিন পুলিশ সদস্যকে বরখাস্ত করেছে দিল্লি পুলিশ। এর আগে পুলিশের বর্বরতার একটি ভিডিও প্রকাশ করে এএপি। খবর এনডিটিভি ও টাইমস অব ইন্ডিয়ার।
দিল্লি পুলিশের বিরুদ্ধে বিক্ষোভের একদিন পরেই এএপি একটি বার্তাসহ ওই ভিডিওটি প্রকাশ করে। বার্তায় উল্লেখ ছিল, এই পুলিশদের বিরুদ্ধে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কী ব্যবস্থা নেন সেটাই দেখার বিষয়।
এ ব্যাপারে পুলিশ প্রধান বিএস বাসি বলেন, ‘প্রয়োজনে সঠিক ব্যবস্থাটিই নেওয়া হবে। ঘটনাটির তদন্ত করা হবে।’
এএপি জানায়, দিল্লির রেড ফোর্টে ১২ জানুয়ারি এক পাহারাদার ওই ভিডিওটি ধারণ করে। ওই ভিডিওতে দেখা গেছে, তিনজন পোশাকধারী পুলিশ এক ব্যক্তিকে লাঠি দিয়ে পেটাচ্ছে। এরপর তারা ওই ব্যক্তির পকেট থেকে টাকা কেড়ে নেয়। পুলিশের দাবি, সে একজন পকেটমার।
এএপি’র বার্তায় বলা হয়েছে, ‘দিল্লির পুলিশ বর্বর হিসেবে পরিচিত। আমরা সবসময়ই দিল্লি পুলিশের বর্বরতার কাহিনী শুনে থাকি। এই ভিডিও তারই একটি। এই ভিডিওটি শুধু দিল্লি পুলিশের অমানবিক ব্যবহারই তুলে ধরছে না পাশাপাশি মানুষের কাছ থেকে অর্থ কেড়ে নেওয়ার বিষয়টিও দেখাচ্ছে।’
(দ্য রিপোর্ট/এসকে/জানুয়ারি ২৪, ২০১৪)