বেনাপোল (যশোর) সংবাদদাতা : ভারতের কেরালায় ৩ বছর কারাভোগের পর ২৭ বাংলাদেশী শ্রমিক দেশে ফিরেছেন। বেনাপোল চেকপোস্ট দিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টার সময় হস্তান্তর করেছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ।

বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন দ্য রিপোর্টকে জানান, ভালো চাকরির প্রলোভনে দালালের খপ্পড়ে পড়ে ৩ বছর আগে বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যায় হতভাগ্য এই ২৭ শ্রমিক। ভারতের কেরালার আলোয়া এলাকায় অবৈধভাবে ইটভাটায় কাজ করার সময় স্থানীয় পুলিশ তাদের আটক করে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে তাদেরকে ভিওর সেন্ট্রাল জেলখানায় (সাউথ ইন্ডিয়া) পাঠানো হয়। সেখানে ৩ বছর জেল খাটে তারা। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির এক পর্যায়ে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানান তিনি।

ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। সেখান থেকে স্বরাস্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মহিলা আইনজীবী সমিতি যশোরে তাদের গ্রহণ করে নিজ নিজ বাড়ি ফেরত পাঠাবে বলে জানায় থানা পুলিশ।

ফেরত আসা শ্রমিকরা হলো রাজশাহী জেলার মো. আলম (৪৫), কুষ্টিয়া জেলার ফিরোজ (২০), সাদ্দাম হোসেন (২২), শরিফুল ইসলাম (১৯), বজলুর রহমান (৪০), হামিদুল (২২), বিষু মণ্ডল (২০), সুমন আলী (২৩), ইন্তাজ আলী (২৮), সাইফুল ইসলাম (২৮), ফিরোজ (২০), শরিফুল ইসলাম (১৯), বজলুর রহমান (৪০), রুবেল (২৪), জাকির (২০), রুবেল (২০), আক্তারুল (২৪), লোকমান হোসেন (২০), রুনু (১৮), নাটোর জেলার মোহন আলী (২২), সাইদ আহমেদ (২৪), ইয়াদ আলী (৫৫), বাগেরহাট জেলার আব্দুল মালেক (৪৫), সাইদুল ইসলাম (২৬), মনির হোসেন (৩০), আব্বাস আলী (২৩), আবুল বাসার (২৮)।

(দ্য রিপোর্ট/জেএইচ/এমএইচও/এমসি/জানুয়ারি ২৪, ২০১৪)