লক্ষ্মীপুর সংবাদদাতা : লক্ষ্মীপুরে শুক্রবার সকাল ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার পর রাত ১০টা থেকে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।

নোয়াখালী চৌমুহনী বিদ্যুৎ উপকেন্দ্রের (পাওয়ার গ্রীড) সার্ভিসিং কাজের কারণে জেলা সদর, রামগঞ্জ, রায়পুর উপজেলার বিদ্যুৎ সরবরাহকৃত এলাকায় সকাল ৮টা থেকে রাত পৌনে ১০টা পর্যন্ত সরবরাহ বন্ধ ছিলো। একই কারণে আগামী শনিবার ও বোরবার সরবরাহ বন্ধ থাকবে বলে জানা গেছে। লক্ষ্মীপুর শহরের বিদ্যুৎ সরবরাহকৃত প্রতিষ্ঠান সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত বন্ধ রাখে।

লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ সমিতির সহকারী ইঞ্জিনিয়ার উমেদ আলী বলেন, ‘নোয়াখালীর চৌমুহনী পাওয়ার গ্রীডে উন্নয়ন এবং সার্ভিসিং কাজের কারণে জেলার কমলনগর ও রামগতি উপজেলা ছাড়া বাকি উপজেলাগুলোতে সকাল ৮টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিলো। এতে গ্রাহকদের সমায়িক ভোগান্তি হলেও পরবর্তীতে লোডশেডিং অনেকটা কমে আসবে।

এ দিকে, টানা ১৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে আবাসিক ও বাণিজ্যিক গ্রাহকদের চরম ভোগান্তির মধ্যে পড়তে হয়েছে। এ সময় বন্ধ ছিলো শিল্প প্রতিষ্ঠান ও বরো খেতের সেচ কাজ।

(দ্য রিপোর্ট/এমএনইউ/এমসি/জানুয়ারি ২৪, ২০১৪)