জামালপুরে চটের গুদামে আগুন
জামালপুর সংবাদদাতা : জামালপুরে গুদামে আগুনের ঘটনায় প্রায় চার লাখ টাকার চট পুড়ে গেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে।
স্থানীয় লোকজন দ্য রিপোর্টকে জানান, রাত সাড়ে ১২টার সময় সদর উপজেলার নান্দিনা পূর্ব বাজারে সিরাজুল হকের চটের গুদামে আগুন লাগে। সংবাদ পেয়ে জামালপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি।
স্থানীয় ইউপি চেয়ারম্যান লুৎফুল কবীর আকন্দ সোহাগ দ্য রিপোর্টের কাছে আগুন লাগার ঘটনা নিশ্চিত করেন।
(দ্য রিপোর্ট/এসআর/এএস/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)