কাওসার আজম, বিশ্ব ইজতেমা থেকে : বিশ্ব ইজতেমা ময়দানের উত্তর পাশে মূল মঞ্চের মিম্বরে দেশের বিভিন্ন স্থান থেকে আসা ওলামায়ে কেরামরা আমবয়ান শুরু করেছেন। শনিবার সকাল ১০টা থেকে আমবয়ান শুরু হয়, চলে দুপুর ১২টা পর্যন্ত।

অন্যদিকে ইজতেমা মাঠের পশ্চিম পাশে অবস্থিত নামাজের মিম্বরে বয়ান করছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা কওমি, হাফিজিয়া ও আলিয়া মাদ্রাসার ছাত্ররা।

বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা থেকে আসা মাওলানা নাছির উদ্দিন।

তিনি বলেন, দেশের বিভিন্ন জেলা থেকে আসা মুসল্লিদের নিয়ে খিত্তায় খিত্তায় হালকা তালিম দেওয়া হবে। দুপুর ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত জোহরের নামাজ ও খাওয়া বিরতি থাকবে। এরপর আবার মুসল্লিদের নিয়ে আমবয়ান শুরু হবে।

এর আগে, শনিবার বাদ ফজরপাকিস্তান থেকে আসা তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা আবদুল আজিজের আমবয়ানের মধ্য দিয়ে প্রথম পর্যায়ে ইজতেমার দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়। সকাল সোয়া ৯টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এক ঘণ্টা চলে খাওয়া, গোসল ও ওজুর বিরতি।

(দ্য রিপোর্ট/ইইউ/এমডি/এএস/শাহ/জানুয়ারি ২৫, ২০১৪)