নারায়ণগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের অস্ত্র ও বেতার যন্ত্র (ওয়্যারলেস সেট) লুটের ঘটনা ঘটেছে। হামলার সময় পুলিশের চার সদস্যকে মারধর করা হয়। যাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার রাত ১১টায় উপজেলার সনমান্দি ইউনিয়নের ফতেহপুর গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্য শাহজাহান ও আল-আমিনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানান, একটি জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে উপজেলা বিএনপির সহ-সভাপতি বিল্লাল হোসেনের সঙ্গে আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেনের বিরোধ রয়েছে।

শুক্রবার সন্ধ্যায় ওই বিরোধের জের ধরে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। রাত ১১টায়ও সংঘর্ষ চলতে থাকলে থানার এসআই শরীফুল ও নাসিরের নেতৃত্বে ছয় কনস্টেবল ঘটনাস্থলে যান। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উভয়পক্ষকে বাধা দেয়। এ সময় বিল্লাল চেয়ারম্যানের লোকজন পুলিশের ওপর হামলা চালায়। হামলার সময় এসআই শরীফুলের সঙ্গে থাকা ওয়্যারলেস সেট ও একজন কনস্টেবলের কাছ থেকে একটি শটগান ছিনিয়ে নেয় হামলাকারীরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পালিয়ে যায়।

ঘটনার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকতা, জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (বি সার্কেল) জীবনকান্তি সরকারসহ আরও অনেকেই যান ঘটনাস্থলে।

সোনারগাঁ থানার ওসি আতিকুর রহমান দ্য রিপোর্টকে জানান, পুলিশ বাড়িতে বাড়িতে তল্লাশি চালাচ্ছে। লুণ্ঠিত অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এমএম/এএস/শাহ/জানুয়ারি ২৫, ২০১৪)