ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় ৩ আল-কায়েদা সদস্য নিহত
দ্য রিপোর্ট ডেস্ক : ইয়েমেনে মার্কিন ড্রোন হামলায় তিন সন্দেহভাজন আল-কায়েদা সদস্য নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তারক্ষী বাহিনী এ খবর জানিয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার মারিব প্রদেশের ওয়াদি আদিদা এলাকা দিয়ে গাড়িতে যাওয়ার সময় তাদের ওপর এ হামলা চালানো হয়।
হামলার পর তাদের গাড়িটি বিস্ফোরিত হয় বলে জানান তারা। ধারণা করা হচ্ছে গাড়িটিতে তারা অস্ত্র কিংবা বিস্ফোরক দ্রব্য বহন করছিল।
আল কায়েদার মধ্যপ্রাচ্য শাখা আল কায়েদা ইন দ্য অ্যারাবিয়ান পেনিনসুলাকে (একিউএপি) যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বিপজ্জনক সশস্ত্র সংগঠন হিসেবে মনে করে। ইয়েমেনে আল-কায়েদার সদস্যদের ওপর যুক্তরাষ্ট্র প্রায়ই ড্রোন হামলা চালায়। (সূত্র: এপি)
(দ্য রিপোর্ট/ কেএন/ এমডি/এএল/ জানুয়ারি ২৫, ২০১৪)