দ্য রিপোর্ট ডেস্ক : আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে খেলা চলাকালে স্থানীয় পাঁচ ক্রিকেটারকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত বন্দুকধারী।

লাঘমান প্রদেশের আলিনঘার জেলায় বৃহস্পতিবার এ হামলার ঘটনা ঘটে।

প্রাদেশিক মুখপাত্র সারহাদি ঝোয়াক জানান, খেলা চলাকালে এক মোটরসাইকেল আরোহী ওই ক্রিকেটারদের ওপর গুলি করে পালিয়ে যায়।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠী এ হামলায় দায়িত্ব স্বীকার করেননি। তবে সারহাদি এ হামলার জন্য তালেবানকে দায়ী করেছেন। আফগানিস্তানে তালেবান শাসন চলাকালে খেলাসহ যে কোনো উৎসব কঠোরভাবে নিষিদ্ধ ছিল।

আফগানিস্তানের প্রেসিডেন্ট হামিদ কারজাই এক বিবৃতিতে কঠোরভাবে এ হামলার নিন্দা জানিয়েছেন।

এদিকে, হেলমান্দ প্রদেশে বৃহস্পতিবার রাতে পুলিশ নূর আহমদ নুরি নামে এক সাংবাদিকের লাশ উদ্ধার করছে। নুরি স্থানীয় একটি রেডিওতে কর্মরত ছিলেন। লাশ উদ্ধারের একদিন আগেই তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছে পুলিশ। (সূত্র: এপি)

(দ্য রিপোর্ট/ কেএন/এমডি/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)