সাভার সংবাদদাতা : সাভারের হেমায়েতপুর এলাকায় একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে বকেয়া বেতনের দাবিতে ফা এপারেলস লিমিটেড নামক পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

শ্রমিক ও পুলিশ সূত্র জানায়, ফা এপারেলস পোশাক কারখানার শ্রমিকদের ডিসেম্বর মাসের বেতন দেওয়া হয় ১৫ জানুয়ারি। তবে মজুরি বোর্ড কর্তৃক ঘোষিত নতুন নিয়মে বেতন না দেওয়ায় ও বকেয়া ওভারটাইমের টাকার দাবিতে পর দিন বৃহস্পতিবার সকাল থেকেই কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা।

টানা কয়েক দিনের অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে ওই কারখানা কর্তৃপক্ষ শ্রমিকদের বেতন ও ওভারটাইমের টাকা পরিশোধ না করেই গা-ঢাকা দেন।

পরে শুক্রবার গভীর রাতে কর্তৃপক্ষ কারখানার মালামাল অন্যত্র সরিয়ে নিতে আসে। খবর পেয়ে শতাধিক শ্রমিক রাতেই কারখানার সামনে জড়ো হন। এ সময় তারা মালিকপক্ষকে কারখানার মালামাল নিতে বাধা দিলে তারা ফিরে যায়।

এ খবর ওই কারখানার বিভিন্ন শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। ফলে শনিবার সকালে শ্রমিকরা কারখানায় এসে বিক্ষোভ শুরু করে।

এ ব্যাপারে শিল্প পুলিশের পরিচালক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ফা এপারেলসের শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকেই বিক্ষোভ করছে। তবে করাখানায় মালিকপক্ষের কোনো লোক না থাকায় শ্রমিকদের একটি প্রতিনিধি দলকে বিজিএমইতে পাঠানো হয়েছে বলে তিনি জানান।

এ ছাড়া যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনএইচ/ইইউ/এএস/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)