গাজীপুরে ৫০ কেজি গাঁজাসহ আটক চার
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের নলজানী এলাকায় একটি পিকআপভ্যান ও ৫০ কেজি গাঁজাসহ চারজনকে আটক করেছে জয়দেবপুর থানা পুলিশ।
আটকরা হলো ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানার দবজানগর, গোসাইপুর ও মনকষাই গ্রামের আব্দুল মতিনের ছেলে রবিউল ইসলাম (২৬), বজলু মিয়ার ছেলে কাউসার মিয়া (২৮), মকবুল হোসেনের ছেলে সহিদ মিয়া (২৬) ও হারুনর রশিদের ছেলে মহসিন মিয়া (২১)। শনিবার সকাল ১১টায় জয়দেবপুর থানা পুলিশ এক ব্রিফিং দিয়ে এ তথ্য জানান।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে গাজীপুরের নলজানী এলাকায় এনাম মিয়ার বাড়ির সামনে থেকে সন্দেহজনকভাবে একটি পিকআপভ্যান (ঢাকা ন-১১-৪৪৯৩) আটক করে তল্লাশি চালায়। তল্লাশিকালে পিকআপ থেকে ২০ বস্তাভর্তি ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় চারজনকে আটক করা হয়।
আটককৃতরা জানায়, ব্রহ্মণবাড়িয়া থেকে গাজীপুরের উদ্দেশে তারা পিকআপভ্যানে করে গাঁজা নিয়ে আসছিল।
জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান দ্য রিপোর্টকে জানান, এ বিষয়ে মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/এমএফ/এএস/শাহ/জানুয়ারি ২৫, ২০১৪)