জোহর নামাজের বিরতি
কাওসার আজম, ইজতেমা ময়দান থেকে : বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিনে এখন চলছে জোহরের নামাজ ও দুপুরের খাওয়ার বিরতি।
দুপুর ১২টার পর থেকে এ বিরতি শুরু হয়। চলবে দুপুর ২টা পর্যন্ত।
লাখো মুসল্লি জামাতের সঙ্গে ইজতেমা ময়দানে জোহরের নামাজ আদায় করবেন। এরপর তাবলিগ জামাতের মুরব্বিরা উপস্থিত মুসল্লিদের নিয়ে ঈমান-আমলের ওপর আমবয়ান করবেন।
এর আগে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইজতেমা ময়দানের উত্তর পাশে স্থাপিত মূল মঞ্চের মিম্বরে বয়ান করেন দেশের বিভিন্ন এলাকা থেকে আসা আলেমগণ
একই সময় ইজতেমার পশ্চিম পাশে অবস্থিত নামাজের মিম্বরে দাঁড়িয়ে বয়ান করেন বিভিন্ন এলাকা থেকে আসা হাফিজিয়া, কওমি ও আলিয়া মাদ্রাসার ছাত্ররা।
বাদ ফজর আমবয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। বয়ান করেন পাকিস্তান থেকে আসা তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা আব্দুল আজিজ। সকাল ৯টা পর্যন্ত চলে তার বয়ান। এর পর সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত খাবার ও অজু-গোসলের বিরতি দেওয়া হয়।
(দ্য রিপোর্ট/কেএ/ইইউ/এএস/এএল/জানুয়ারি ২৫, ২০১৪)