‘মন্ত্রিদের কথা বার্তায় সংলাপ-সমঝোতার পথ যেন রুদ্ধ না হয়’
দ্য রিপোর্ট প্রতিবেদক : বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জমান রিপন বলেছেন, সরকারের দায়িত্বশীল মন্ত্রিদের এমন কোনো কথা বলা উচিত নয়, যা সংলাপের পরিবেশ ব্যাহত করে। এ জন্য কথা বুঝে-শুনে বলা উচিত।’
নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এ সব কথা বলেন।
সরকারের মন্ত্রী আমির হোসেন আমুর দেয়া বক্তব্যের সমালোচনা করে রিপন বলেন, ‘তার কাছ থেকে জাতি দায়িত্বশীল বক্তব্য আশা করে। সরকারের মন্ত্রীদের কথা বার্তায় যেন সংলাপ ও সমঝোতার পথ রুদ্ধ না হয়ে পড়ে সে ব্যাপারে সচেতন হওয়া উচিত।’
বর্তমান সরকারকে বেহায়া উল্লেখ করে আসাদুজ্জামান রিপন বলেন, ‘তারা এতই বেহায়া যে, এখন জনগণের সমস্যার সমাধান না করে বিভিন্ন উৎসবে মগ্ন। তারা এখন নব্যকায়দায় বাকশাল বাস্তবায়নে ব্যস্ত বলেও মন্তব্য করেন তিনি।’
তিনি বলেন, সরকারের মনে রাখা উচিত- বিএনপি তাদের শত্রু নয়, যারা গণবাহিনী সৃষ্টি করে দেশে বিশৃঙ্খলা তৈরি করেছিল তারাই শত্রু। যারা তাকে মাইনাস করতে চেয়েছিল।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন প্রমুখ ।
(দ্য রিপোর্ট/টিএস-এমএইচ/ এমডি/এএল/ জানুয়ারি ২৫, ২০১৪)