বগুড়া সংবাদদাতা : বগুড়া শহরে রফিকুল ইসলাম (৩৫) নামে এক স্টুডিও ব্যবসায়ীকে ছুরিকাঘাতে খুন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে শহরের ভিটিটিআইর সামনে নিজ স্টুডিওর ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল কুড়িগ্রামের উলিপুর উপজেলার গোলাপ রহমানের ছেলে। তিনি বিকাশের এজেন্ট ছিলেন বলে জানা গেছে।

বগুড়া সদর থানার (ওসি) এএইচএম ফয়জুর রহমান বলেন, দুর্বৃত্তরা স্টুডিওর ভেতরে ঢুকে রফিকুল ইসলামকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে তিনি মারা যান।

শনিবার সকালে নিহতের মৃতদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/এএইচ/ইইউ/এএস/শাহ/জানুয়ারি ২৫, ২০১৪)