সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত
সিরাজগঞ্জ সংবাদদাতা : সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী আহত স্কুলছাত্র তুষার চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোর রাতে মারা গেছেন।
সিরাজগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান জানান, সিরাজগঞ্জ-রায়গঞ্জ আঞ্চলিক সড়কের ধানগড়ায় শুক্রবার বিকেলে ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন গুরুতর আহত হন। আহত তুষারের শারীরিক অবস্থা অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার ভোর রাতে তিনি মারা যান।
নিহত তুষার ধানগড়া উপজেলার দাশেরপাড়া গ্রামের আক্তার হোসেনের ছেলে। তুষারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
(দ্য রিপোর্ট/আরএইচ/এএস/আরকে/জানুয়ারি ২৫, ২০১৪)