রাবি সংবাদদাতা : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের (কলা অনুষদ) ফল নষ্ট অপটিক্যাল মার্ক রিডার (ওএমার) মেশিনের কারণে শনিবারও প্রকাশ করা যাচ্ছে না। শুক্রবার দুপুরে ফল প্রকাশ করার কথা থাকলেও শনিবার সকালেও প্রকাশ করা সম্ভব হয়নি।

কলা অনুষদের ডিন আব্দুল হাই তালুকদার জানান, এমসিকিউ পরীক্ষার ফল প্রকাশে দেরি হওয়ায় ওই ইউনিটের আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য লিখিত পরীক্ষা পেছানো হতে পারে।

তিনি জানান, আমরা এমসিকিউ পরীক্ষার একদিন পরে ফল প্রকাশ করতে চাইলেও ওএমআর মেশিন নষ্ট হয়ে যাওয়ায় তা সম্ভব হয়নি।

শিক্ষার্থীদের কথা চিন্তা করে দ্রুত ফল প্রকাশ করতে আমরা চেষ্টা করছি। যদি আজকের মধ্যে ফল প্রকাশ করা না যায় তাহলে আগামী ২৭ জানুয়ারির লিখিত পরীক্ষা পেছানো হতে পারে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহম্মদ মিজানউদ্দিন বলেন, মেশিনের কিছু সমস্যা দেখা দেয়ায় ‘এ’ ইউনিটের ফল প্রকাশে দেরি হচ্ছে। তবে পরীক্ষা পেছানোর বিষয়ে কিছুক্ষণের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে তিনি জানান।

উল্লেখ্য, এবার ‘এ’ ইউনিটে ভর্তি ফরম উত্তোলন করেছিলেন ২১ হাজার ১শ’ ৬৮ জন শিক্ষার্থী।

(দ্য রিপোর্ট/ইইউ/আরকে/জানুয়ারি, ২৫, ২০১৪)