রাবি সংবাদদাতা: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষার তৃতীয় দিনে ভুয়া পরীক্ষার্থীসহ দুইজনকে আটক করা হয়েছে।

শনিবার সকাল ১০টার দিকে তাদেরকে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বিজ্ঞান ভবন থেকে প্রক্টর অফিসে নিয়ে আসা হয়।

আটকরা হলেন, রিপন হোসেন ও মোছা. রশ্মি।

রাবি প্রক্টর প্রফেসর ড. তারিকুল হাসান বলেন, সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ‘সি’ ইউনিটের বিজোড় রোলধারীদের পরীক্ষা চলছিল।এ সময় দ্বিতীয় বিজ্ঞান ভবনে একজনের পরিবর্তে পরীক্ষা দিতে আসা রিপন হোসেনকে ও একই ভবনের ৪১২ নম্বর কক্ষে পরীক্ষা চলাকালে মোবাইলে কথা বলার সময় রশ্মিকে আটক করা হয়।

উল্লেখ্য, এর আগে শুক্রবার ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে তারিকুল, বাপ্পী ইফতিয়াজ, নূরজাহান নামে চার শিক্ষার্থীকে আটক করে মতিহার থানার পাঠানো হয়।

(দ্য রিপোর্ট/ ইইউ/ জানুয়ারি, ২৫, ২০১৪)