ডোমারে হত্যা মামলার আসামি গ্রেফতার
নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর ডোমারে বিএনপি নেতা জালাল উদ্দিন হত্যা মামলার আসামি শাহিনুর আলমকে (২২) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ভোরে রেলস্টেশন সংলগ্ন নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত দারোয়ানী গ্রামের মো. জহুরুল ইসলামের ছেলে। তার কাছ থেকে জালাল উদ্দিনের ব্যবহৃত মোবাইল উদ্ধার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. আইয়ুব হোসেনের নেতৃত্বে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে জানায় পুলিশ।
উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার সময় বিএনপির সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিনকে (৪৫) নির্মমভাবে হত্যা করা হয়।
(দ্য রিপোর্ট/এএএম/ইইউ/এএস/জানুয়ারি ২৫, ২০১৪)