‘গিয়াস ভাইয়ের তুলনা তিনি নিজেই’
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘গিয়াস ভাইয়ের তুলনা তিনি নিজেই। নির্লোভ এই সাংবাদিককে সত্যিকার অর্থে মূল্যায়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে নিঃস্বার্থভাবে।’ জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত সাংবাদিক গিয়াস কামাল চৌধুরীর স্মরণসভায় এ কথা বলেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী।
সভায় সাংবাদিক নেতা ও প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘দেশের রাজনৈতিক পরিস্থিতি আজ খারাপ। দেশ আজ অনিশ্চিয়তায় ভুগছে। একই ভাবে সাংবাদিকদের বিভাজনও আমাদের দুর্বল করে ফেলছে। এর থেকে মুক্তি পেতে সকলকে এক হতে হবে। যেমনটি চেয়েছিলেন গিয়াস কামাল চৌধুরী।’
মঞ্জুরুল আহসান বুলবুল বলেন, ‘সাংবাদিকতার মত জটিল পেশায় থেকেও কিভাবে একজন বড় মানুষ হওয়া যায় তা আমাদের শিখিয়ে গেছেন গিয়াস ভাই। কিন্তু আজকে আমরা কারও সঙ্গে মতের পার্থক্য হলে তাদের শত্রু ভাবি। মতের পার্থক্য হলেও বন্ধু হওয়া যায়। এর প্রমাণ গিয়াস কামাল চৌধুরী নিজেই।’
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আব্দুস শহীদ বলেন, ‘গিয়াস কামাল চৌধুরীর অবদান সাংবাদিকতার পরতে পরতে লক্ষ্য করা যায়।’
ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব আব্দুল জলিল ভূঁইয়া বলেন, ‘সাংবাদিকতার সঙ্গে যুক্ত সব সংগঠনে গিয়াস কামাল চৌধুরী যুক্ত ছিলেন। তিনি সাংবাদিকদের ভালোবাসতেন নিঃস্বার্থভাবে।’
গিয়াস কামাল চৌধুরীর অসুস্থতাকালীন সময়ের স্মৃতিচারণ করে ছেলে অধ্যাপক রফিকুর মনির চৌধুরী বলেন, ‘গত বছরের নভেম্বরে বাবা বাকশক্তি হারিয়েছিলেন।এরপর আস্তে আস্তে শেষ হয়ে যায় তার মুখের ভাষা।’
আলোচনার শেষে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।এই সময় সভায় আরও উপস্থিত ছিলেন কবি এরশাদ মজুমদার, মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ইলিয়াস খান, জাহাঙ্গীর আলম ও কামাল উদ্দিন সবুজ প্রমুখ।
(দিরিপোর্ট২৪/মৌমিতা/এইচএস/ এমডি/নভেম্বর ১, ২০১৩)