দ্য রিপোর্ট প্রতিবেদক : লন্ডন প্রবাসী যুবক আমিন খান। প্রেম-বিরহ, জীবন-যন্ত্রণা ও অন্যরকম এক ত্যাগ নিয়েই তার জীবন। তার জীবনে আসা এক মেয়েকে কেন্দ্র করে এগিয়ে যায় নাটকের কাহিনি। গাজী আপেল মাহমুদের পরিচালনায় ‘নির্বাসিত ভালবাসা’ নাটকে দেখা যাবে এমন সব ঘটনা।

নাটক প্রসঙ্গে পরিচালক বলেন, ছোট পর্দার জন্য একটি চমৎকার গল্প লিখেছেন কথাসাহিত্যিক রোস্তম মলিক। আর নাট্যরূপ দিয়েছেন আলী সুজন। আমি আমার সকল আন্তরিকতা দিয়ে নাটকটি নির্মাণ করেছি। নাটকটি ছোট পর্দার দর্শকদের মুগ্ধ করবে বলে আমি মনে করি।

নাটকটি সম্পর্কে নায়ক আমিন খান বলেন- এই নাটকের গল্প সম্পূর্ণ ভিন্নধর্মী। ভালোবাসার জন্য মানুষ যে কত বড় ত্যাগ করতে পারে এই নাটকে তা তুলে ধরা হয়েছে। আমি এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করতে পেরে ভীষণ খুশি।

আমিন খান ছাড়াও নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ইশানা, তুষার মাহমুদ, মনিরা মিঠু, বাদল, সেঁজুতি গাজী, সুচনা, সবুজ খান, আমজাদ মৃধাসহ আরও অনেকে। দেশের কয়েকটি মনোরম লোকেশনে ও উত্তরার একটি শুটিং হাউসে নাটকটির দৃশ্য ধারণ করা হয়েছে।

ক্রিয়েটিভ টেলিমিডিয়ার প্রযোজনায় ‘নির্বাসিত ভালবাসা’ নাটকটি খুব শিগগিরই একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে।

(দ্য রিপোর্ট/আইএফ/এপি/সা/জানুয়ারি ২৫, ২০১৪)