রবিবার থেকে বাংলাভিশনে এলেবেলে
দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাভিশনে রবিবার থেকে শুরু হচ্ছে এক ঘণ্টা দৈর্ঘ্যের নতুন ধারাবাহিক নাটক ‘এলেবেলে’। ধারাবাহিকটি রচনা ও পরিচালনা করেছেন বদরুল আনাম সৌদ।
পারিবারিক দ্বন্দ্ব-কলহ ও ভালোবাসা নিয়ে নাটকের কাহিনী আবর্তিত হয়েছে। নাটকের কাহিনীতে দেখা যাবে, সোহরাব সাহেব ও আকবর সাহেবের মাঝে পুরনো পরিত্যক্ত একটা বাড়ি নিয়ে আইনি লড়াই চলছে বহুবছর ধরে। তারা সম্পর্কে চাচাতো ভাই। বছরের পর বছর যায় কিন্তু মামলার রায় হয় না। রায়ের অপেক্ষায় থেকে আকবর সাহেব মৃত্যুবরণ করেন। শোক কাটিয়ে তার স্ত্রী নিশাদ বেগম মামলা-মোকাদ্দমার হাল ধরেছেন আরও যুদ্ধংদেহী মনোভাব নিয়ে।
বাড়ির আসল উত্তরাধিকারী কে এই নিয়ে তর্ক। শেষ পর্যন্ত দুটো পরিবারই রয়ে যায় বাড়িতে। দিন যায়, মাস যায় নিয়ম করে ঝগড়া হয়, মামলাও চলে। তারপর শুরু হয় ভূতের উপদ্রব। বাড়ি ভর্তি নাকি ভূত। আর সেই সব ভূত শুধুই মাত্র দেখা দিচ্ছে সোহরাব সাহেব ও নিশাদ বেগমকে। ছোট ভূত, বড় ভূত, কানা ভূত, বোবা ভূত খোড়া ভূত আর বাচাল ভূত । ভূতের যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে উঠেন সোহরাব সাহেব ও নিশাদ বেগম। এ রকম নানা ঘটনার মধ্য দিয়ে নাটকের গল্প এগিয়ে যাবে।
নাটকটিতে অভিনয় করেছেন সুবর্ণা মুস্তাফা, রাইসুল ইসলাম আসাদ, শামীমা নাজনীন, প্রাণ রায়, স্বাগতা, তাহমিনা মৌ, বন্যা মির্জা, মাজনুন মিজান, নাজিবা, সাজু খাদেম, সানজিদা প্রীতি, সুভাশিস ভৌমিক, শামস্ সুমন, জিতু আহ্সান, দীপা খন্দকার, ফরিদা শান্তা প্রমুখ।
ধারাবাহিকটি বাংলাভিশনে প্রচার হবে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৯টা ০৫ মিনিটে।
(দ্য রিপোর্ট/আইএফ/এপি/সা/জানুয়ারি ২৫, ২০১৪)