‘অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে একযোগে কাজ করতে হবে’
সাতক্ষীরা সংবাদদাতা : তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা, আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এডভোকেট সুলতানা কামাল বলেছেন, ‘অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে। সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল শুধুমাত্র একটি বিশেষ ধর্মাবলম্বী মানুষের বসবাসের জন্য নয়। মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছিল সব ধর্ম, বর্ণ, জাতি, গোত্র, মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য।’
সাতক্ষীরায় শনিবার সকাল ১১টায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা কমিটি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য এ সব কথা বলেন তিনি।
সুলতানা কামাল বলেন, ‘১৯৭১ সালে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে মেনে নিতে পারেনি, বাংলাদেশের অস্তিত্বকে যারা ধারণ করতে পারেনি তারা আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। এরাই প্রতিটি নির্বাচনের পর সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা করে, তাদের বাড়ি-ঘরে অগ্নিসংযোগ, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, সম্পতি দখল করে। এদের প্রতিহত করতে হবে।’
মুক্তিযোদ্ধা কাজী রিয়াজের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন তালা-কলারোয়া আসনের সংসদ সদস্য মুস্তফা লুৎফুল্লাহ, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি আবু আহমেদ, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিত সাধু, সাধারণ সম্পাদক গোষ্টবিহারী মণ্ডল, জেলা ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক আলী নূর খান বাবুল প্রমুখ।
(দ্য রিপোর্ট/এমআর/এনডিএস/সা/জানুয়ারি ২৫, ২০১৪)